গঙ্গাবক্ষে ভাসমান লাইব্রেরী

  এবার গঙ্গাবক্ষে ভাসমান বোট লাইব্রেরী ,  


সজল দাশগুপ্ত , কলকাতা , ২৭ জানুয়ারিঃ পর্যটন মানচিত্রে  শহর কলকাতাকে আরও আকর্ষণীয়  পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত করতে বদ্ধপরিকর রাজ্য পরিবহণ নিগম। চালু হলো গঙ্গাবক্ষে ভাসমান বোট লাইব্রেরী । কলকাতার ট্রামকে নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে রাজ্য পরিবহণ নিগম। এবার রাজ্য পরিবহণ নিগম গঙ্গাবক্ষে চালু করল বো ট লাইব্রেরী। মূলতঃ কিশোর ও ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বোট লাইব্রেরী চালু করা হয়েছে। অন্দরমহলে কিশোর ও ছোটদের বই এর সম্ভার রয়েছে।  ইংরেজি সাহিত্য ও বাংলা সাহিত্যের উপরে এই লাইব্রেরীতে বই রয়েছে। লাইব্রেরী সংলগ্ন এলাকায় বিভিন্ন মুখরোচক খাবারের সম্ভা র রীতিমতো দৃষ্টিনন্দন। এই লাইব্রেরী কে কেন্দ্র করে শহর কলকাতার জনসাধারণের মধ্যে রীতিমতো উন্মাদনা সৃষ্টি হয়েছে।

মন্তব্যসমূহ