৮ দফা দাবিতে ট্যাক্সি ধর্মঘট বাগডোগরায়

 
আজ থেকে ট্যাক্সি ধর্মঘট বাগডোগরায় 


নিজস্ব সংবাদদাতা , বাগডোগরা , ২ ফেব্রুয়ারিঃ   মঙ্গলবার থেকে৮ দফা দাবি নিয়ে বাগডোগরা তে ট্যাক্সি ধর্মঘট শুরু করলো বাগডোগরা ট্যাক্সি ইউনিয়ন। ২০২০ সালের নভেম্বর মাস থেকে তারা তাদের দাবি জানান। তাদের দাবি গুলি হল লকডাউন এর জন্য গাড়ির ট্যাক্স ছাড়, এছাড়া ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন দাবি-দাওয়া। এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বারবার করে তাদের দাবিগুলো আধিকারিকদের জানানো সত্ত্বেও কোন লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে মঙ্গলবার থেকে বাগডোগরা তে ট্যাক্সি ধর্মঘট শুরু করলো। এর ফলে বাগডোগরা এয়ারপোর্ট এর বিমানযাত্রীর কেরাম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে সরকারের উদ্যোগে যাত্রীদের সুবিধার্থে এন বি এস টি সি বাস পরিষেবা শুরু করা হয়েছে।

মন্তব্যসমূহ