সরস্বতী পুজোয় প্রাণ ফিরে এল মানুষের মনে

 

উৎসাহ ও উন্মাদনা শিলিগুড়ি সহ গোটা রাজ্যের সরস্বতী আরাধনায় 



নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি , ১৬ ফেব্রুয়ারিঃ     শিলিগুড়ির বিভিন্ন এলাকায় মহাসমারোহে চলছে সরস্বতী পূজো।আজ সকালে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় বাক্ দেবীর আরাধনা।সকাল থেকেই পূজারীদের পিছনে দৌড়াতে দেখা যায় বাড়ির গৃহিনী এবং কর্তাদের।যা এই কোভিড আবহে একেবারেই দেখতে পাওয়া যায় নি।শিলিগুড়িতে অন্যান্য জায়গার মতন ইষ্কুল খুলে যাওয়ায় পূজো করতেও কোন বাধা আসে নি।তাই অনেকদিন পরে ছাত্রছাত্রীরা মনের আনন্দে ইসষ্কুলে চলে আসেন পূজোর আনন্দ উপভোগ করতে।এদিন পূজো হয় বিভিন্ন পত্রিকা অফিসেও।পূজো হয় বিভিন্ন বড়বড় অফিসগুলিতেও।এবারের পূজোয় ছোট বড় সকলকেই দেখা গেছে বাগদেবীর আরাধনায় মেতে উঠতে।পূজোর কারনে ফলের দামও এদিন ছিলো চড়া।ফল ছাড়া ফুলের দামও ছিলো অন্যান্য দিনের চাইতে বেশী।তবে তা কিনতে পিছিয়ে পড়তে দেখা যায় নি কোন গৃহস্থকে।সকলেই যেন চাইছিলেন এই দমবন্ধ করবার পরিস্থিতি থেকে বের হয়ে আসতে।এদিন পূজো হয়েছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও,সবমিলিয়ে শিলিগুড়িতে সরস্বতী পূজোর আবেগ আবার আগের জায়গাতে ফিরে আসছে এই মত পোষন করছেন সাধারণ মানুষেরাই।

মন্তব্যসমূহ