পাহাড়ে জনসংযোগে বিমল গুরুং

 

বাড়ি বাড়ি জনসংযোগে নেমেছেন বিমল গুরুং 



বিশেষ সংবাদদাতা , শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারিঃ  সামনে ২০২১ এর বিধানসভা নির্বাচন। তাই বিমল গুরুং প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জায়গাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পরিদর্শন করেন, এবং বিভিন্ন বুথে গিয়ে সভা করেন। নিজের মাটি শক্ত করতে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন বিমল গুরুং। বিমল গুরুং এর সাথে ছিলেন রওশন গিরি ও বিশাল লামা। এই প্রসঙ্গে বিশাল লামা জানিয়েছে বিমল গুরুং মূলত জনসংযোগ বাড়ানোর জন্য বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে সকলের সাথে কথাবার্তা বলছেন ।

মন্তব্যসমূহ