মুখমন্ত্রী উদ্বোধন করেছেন গাজোলডোবা উড়ালপুল , অপরদিকে জীবিকা হারালেন বহু মানুষ

 উড়ালপুল কেড়ে নিল আমবাড়ি রেল গেটের ব্যবসায়ীদের জীবিকার সংস্থান 



কুশল দাশ গুপ্ত , শিলিগুড়ি , ৫ ফেব্রুয়ারিঃ সাহুডাঙ্গি এলাকায় নতুন উড়ালপুল তৈরির জন্য জীবিকায় টান পড়েছে আমবাড়ি রেল গেটের ব্যবসায়ীদের। গজলডোবা হয়ে শিলিগুড়ি ও ডুয়ার্সের মধ্যে সড়ক পথে যোগাযোগের জন্য সাহুডাঙ্গি এলাকায় উড়ালপুল তৈরি হওয়ায় পর্যটনের উন্নয়ন হলেও সংকটে আমবাড়ি রেল গেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, গত সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠান মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই উড়ালপুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।এতে শিলিগুড়ি থেকে গজলডোবার যাওয়ার সময় অনেকটা কমে গেল। আর আমবাড়ি-ফালকাটা রেলগেটেও অপেক্ষা করতে হবেনা।কিন্তু বহু দশক ধরে আমবাড়ি রেল গেটে দোকান করে পরিবার নিয়ে বেঁচে থাকা পরিবারগুলির কপালে চিন্তার পুরু ভাজ পড়েছে। ব্যবসায়ীরা জানান, উড়ালপুল তৈরি হওয়ায় যোগাযোগের উন্নতি হলেও রেলগেটের দোকানদারদের ব্যবসা লাটে উঠেছে। আগে এই পথে পর্যটক সহ বহিরাগত গ্রাহকের দেখা মিললেও এখন কার্যত মাছি মারতে হচ্ছে।

মন্তব্যসমূহ