রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী

 

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি , কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমুল কংগ্রেস বঙ্গ জননী বাহিনীর 



 নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারিঃ  রান্নাঘরে লেগেছে আগুন।রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের  অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী বাহিনীর (দার্জিলিঙ জেলা) মেয়েরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলো।আজ সকালেই বঙ্গজননী বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।বঙ্গজননীর এক সদস্য জানান কেন্দ্রীয় সরকার মুল্যবৃদ্বির সাথে সাথে দাম বাড়িয়ে চলেছে রান্নার গ্যাস এবং  পেট্রোল এবং ডিজেলের,যা সাধারন মানুষের কাছে অসহনীয় হয়ে উঠেছে।তাই আমরা মাঠে নেমে প্রতিবাদ করছি।এই প্রতিবাদ শুধু শিলিগুড়িই নয় সারা ভারতে ছড়িয়ে পড়বে এটাই লক্ষ বঙ্গজননী বাহিনীর।উপস্থিত ছিলেন শিলিগুড়ি টাউন ২ এর সভাপতি বেদব্রত দত্ত।এদিন বঙ্গজননী বাহিনীর মহিলারা গ্যাসের সিলিন্ডার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্বে।বিভিনন পোষ্টার নিয়ে তারা এদিন শিলিগুড়ির ভেনাস মোড়ে বিক্ষোভ দেখান।

মন্তব্যসমূহ