উত্তরবঙ্গে লাগু টোল প্লাজায় ' ফাস্ট ট্যাগ ' পদ্ধতি

 

এবার উত্তরবঙ্গেও গাড়ির ক্ষেত্রে ফাস্ট ট্যাগ নির্দেশিকা 



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।প্রথমে ব্যাঙ্কিং সেক্টরকে ডিজিটালাইজড করা হয়।এরপর ডিজিটালাইজড করা হচ্ছে পরিবহণ বিভাগকে।  এখন থেকে টোল প্লাজায় অনলাইনের মাধ্যমে টাকা দিতে হবে।এর জন্য গাড়ি চালকদের ‘ফাস্ট্যাগ’  নামে একটি স্টিকার ব্যবহার করতে হবে।আজ মধ্যরাত থেকে চালু হচ্ছে এই নিয়ম। এই স্টিকার না থাকলে পরিবহণ বিভাগের তরফে জরিমানা করা হবে। ইতিমধ্যেই ফাঁসিদেওয়ার পশ্চিম মাতাদি টোল প্লাজায় কেন্দ্রীয় পরিবহণ বিভাগের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।আজ থেকে টোল প্লাজার সমস্ত কাউন্টার ক্যাশলেস করে দেওয়া হবে।জাতীয় সড়কে টোল প্লাজার পাশে বিভিন্ন ব্যাঙ্কের তরফে ‘ফাস্ট্যাগ’ ডিজিটাল স্টিকার গাড়িতে লাগানোর জন্য শিবির করা হয়েছে।কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে খুশি গাড়ির চালকেরা।

মন্তব্যসমূহ