রাজ্যের মমতার বাজেটকে চচ্চরি বললেন অধীর

 

কেউ পেশ করছেন চচ্চরি , কেউ খাচ্ছেন খিচুড়ি- উত্তরবঙ্গে এভাবেই রাজ্য ও কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের অধীর চৌধুরীর 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পেশ করা বাজেটকে ‘চচ্চড়ি বাজেট’ বলে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার কৃষি আইন বাতিল,অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় শিলিগুড়িতে দার্জিলিং জেলা কংগ্রেসের ডাকে মহামিছিলে যোগ দেন অধীর রঞ্জন চৌধুরী। মিছিল শেষে বাঘাযতীন পার্কে একটি জনসভায় যোগ দেন তিনি।জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সামনেই বিধানসভা নির্বাচন আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চচ্চড়ি বাজেট বানিয়েছেন।আর যখন তিনি এই চচ্চড়ি বাজেট বানাচ্ছেন ঠিক তখনই মালদায় খিচুড়ি খেতে এসেছেন বিজেপির জেপি নাড্ডা।বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিঠ আর ওপিঠ।তৃণমূল আপদ ও বিজেপি বিপদ বলে কটাক্ষ করেন।নির্বাচনকে সামনে রেখেই দিদি এখন চাকরী দিচ্ছেন আবার ১০বছর পর তার উত্তরবঙ্গের কথাও মনে পড়েছে।তাই তিনি এসে এখন আদিবাসীদের সঙ্গে নাচ করছেন’।

মন্তব্যসমূহ