পেট্রো পণ্যের মুল্যবৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মমতার, ইলেক্ট্রিক স্কুটিতে গেলেন নবান্ন

 গ্যাস ও পেট্রোপণ্যের  মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব কায়দায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন মমতার , ইলেক্ট্রিক স্কুটিতে গেলেন নবান্ন, চালক ফিরহাদ হাকিম 




বিশেষ প্রতিনিধি , কলকাতা , ২৫ ফেব্রুয়ারিঃ পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের শাসক দলের আক্রমণ আরো তীব্র হচ্ছে। আজ অভিনব ভাবে  প্রতিবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ,মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গতঃ  প্রতিটি জেলায় এই আন্দোলনে সামিল হয়েছেন প্রায় ২০ লক্ষ কর্মী। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী ব্রিগেড অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে। এবার রাজ্যের তৃণমূল সুপ্রিমো সেই আন্দোলনকে অন্য মাত্রা দিলেন। তিনি আজ একটি ইলেকট্রিক স্কুটারে করে বাড়ি থেকে নবান্নে গেলেন। হরিশ চ্যাটার্জি ষ্ট্রীট থেকে ১১ টা ১৫ নাগাদ বের হয়ে আসেন হাজরা মোড়ে। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের বলেন , তিনি লাগাতার এই আন্দোলন চালিয়ে যাবেন। এরপর তিনি রওনা হন নবান্নের উদ্দেশ্যে। গোটা রাস্তাটাই চালকের ভূমিকায় ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী , ফিরহাদ হাকিম। সেই যাত্রা কেমন ছিল দেখুন আমাদের সঙ্গে। 



মন্তব্যসমূহ