শিলিগুড়িতে সাফাই কর্মীদের ধর্মঘটে সাফাইয়ের কাজে বাম প্রশাসকরা

 

সাফাই কর্মীদের কর্মবিরতিতে ভরে ওঠা জঞ্জাল সাফাই করতে বাম পুর প্রশাশক মন্ডলী রাস্তায় অন্যদিকে ছাত্ররাও পথে 



নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি,২০ ফেব্রুয়ারিঃ স্থায়ীকরন ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সাফাই কর্মীরা। তাদের এমন কর্মবিরতির সিদ্ধান্তে বিপাকে শহরবাসী। শহরে যত্রতত্র জমে উঠেছে জঞ্জাল।
এবার শহরকে দূষণমুক্ত করতে রাস্তায় নামলেন বাম নেতৃত্বরা।শনিবার প্রশাসক মন্ডলীর সদস্য শরদিন্দু চক্রবর্তীকে ঝাড়ু, কোদাল,বেলচা হাতে রাস্তায় জঞ্জাল পরিষ্কার করতে  দেখা গেল।  অন্যদিকে ২৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর  দীপায়ন রায়কেও একই কর্মকান্ডে সামিল হতে দেখা যায়। চতূর্থ দিনেও রাস্তায় দেখা নেই সাফাইকর্মীদের।

শহরজুড়ে যত্রতত্র পড়ে রয়েছে জঞ্জাল।সেই জঞ্জাল পরিস্কার করতে এবারে পথে নামল যুবসমাজ।ইতিমধ্যেই ব্যবসায়ী থেকে ওয়ার্ড কো-অর্ডিনেটর অনেকেই ঝাড়ু হাতে রাস্তায় নেমেছিলেন নিজেদের এলাকা পরিস্কার রাখতে।



 এবারে সেই পথে হাটল ছাত্র-যুব সমাজ।স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ির সদস্য রনিত তালুকদার জানান, শহরের কয়েকটি প্রধান সড়ক আজ তারা পরিস্কার করবেন।সাফাইকর্মীদের কর্মবিরতিতে শহরের নাজেহাল অবস্থা।শহরকে জঞ্জালমুক্ত রাখতেই তাদের এই উদ্যোগ।প্রয়োজনে আগামীতেও তারা পথে নামবেন।


পাশাপাশি এদিন তারা সাফাইকর্মীদের শীঘ্রই কাজে ফিরতে অনুরোধ জানান।সেইসাথে গোটা শহরবাসীর কাছে অনুরোধ রাখেন যাতে সকলে মিলে শিলিগুড়িকে জঞ্জালমুক্ত করার কাজে হাত লাগায়।

মন্তব্যসমূহ