আবারো প্রাথমিকে বেনিয়মের অভিযোগে স্থগিতাদেশ কলকাতা উচ্চ আদালতের

 

প্রাথমিকে নিয়োগে অন্তবর্তিকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট 



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২২ ফেব্রুয়ারিঃ২০২১ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করল  কলকাতা হাইকোর্ট। আপাতত ৪ সপ্তাহ এ নির্দেশ বহাল থাকবে। এছাড়া আরও বলা হয়েছে যতদিন না পর্যন্ত মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা যাবে না। কয়েকজন প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা হচ্ছে এই বলে অভিযোগ দায়ের করেন হাইকোর্টে। তার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ১৬৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য শিক্ষা দপ্তর। কয়েকজন অভিযোগ করেছেন মেধা তালিকা না প্রকাশ করে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র এসএমএস করে জানানো হচ্ছে নিয়োগের কথা। কোনরকম নম্বর দেওয়া হচ্ছে না। তাই মেধা তালিকা কেউ বুঝতে জানতে পারছে না। তাই কয়েকজন আদালতের দ্বারস্থ হন। এবং আদালত মেধা তালিকার অসঙ্গতির জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছে।আজ মামলাটি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের কাছে ওঠে। প্রসঙ্গতঃ ইতিমধ্যেই যারা নিয়োগ পত্র হাতে পেয়ে কাজে যোগ দিয়েছিলেন , তাঁদের ক্ষেত্রেও একটা অনিশ্চয়তার ক্ষেত্র তৈরি হল।

মন্তব্যসমূহ