সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
রফাসুত্র অমিল অস্থায়ী সাফাইকর্মী ও শিলিগুড়ি পুর নিগমের আলোচনায় ,
পুরনিগমের সঙ্গে আলোচনায় মিলল না রফাসুত্র , আন্দোলন চালিয়ে যাবেন শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীরা
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,১৮ ফেব্রুয়ারিঃ পুরনিগমের কমিশনারের সাথে বৈঠকে বসেও মিলল না সুরাহা, বিক্ষোভের পথেই হাটবেন সাফাইকর্মীরা। প্রসঙ্গত, সাফাইকর্মীদের একাধিক দাবি পূরন না হওয়ায় বুধবার থেকেই কর্মবিরতি রেখেছেন পুরনিগমের সাফাইকর্মীরা।বৃহস্পতিবার পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়ার সাথে বৈঠকে বসেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সদস্যরা। সমিতির সভাপতি কিরন রাউথ জানান, তাদের প্রধান দাবি ছিল বেতনবৃদ্ধি করে ১৮ হাজার টাকা করা হোক। তবে পুরনিগমের কথা মাথায় রেখে তারা এখন তাদের ২০ শতাংশ বেতনবৃদ্ধির দাবি রাখছেন।তবে এতেও নারাজ পুরনিগম। পুরনিগমের তরফে জানানো হয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকে তাদের ১০ শতাংশ বেতনবৃদ্ধি করা হবে।যদিও পুরনিগমের এই সিদ্ধান্তে অসম্মতি জানিয়ে বিক্ষোভ জারি রাখবেন বলেই জানান সাফাইকর্মীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন