প্রবল তুষার পাতের মধ্যে সেনা বাহিনীর গাড়িতেই নবজাতকের আগমন

 মানবিকতার নজির সেনাবাহিনীর , বরফে ঢাকা কাশ্মীরে তাঁদের গাড়িতে পৃথিবীর আলো দেখল স্থানীয় এক ভবিষ্যতের নাগরিক



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ৩ ফেব্রুয়ারিঃ    আবার মানবিকতার নজির করল কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানরা। প্রবল তুষারপাতের কারণে চারদিকে রাস্তা বন্ধ। এরমধ্যেই স্থানীয় এক  মহিলা সেনাদের গাড়িতে এক শিশুর জন্ম দেয়। ঘটনাটি ঘটেছে সোমবার । বর্তমানে শিশু ও মা দুজনে ভালো আছেন। ঘটনা বিস্তারিত ভাবে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলাতে। সংশ্লিষ্ট অঞ্চলে এক মহিলার প্রসব যন্ত্রণা ওঠে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এ খবর দেওয়া হয় কিন্তু প্রবল তুষারপাতের কারণে অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে যায়। পরিস্থিতি খারাপ দেখে স্থানীয় এলাকার বাসিন্দারা সেনাদের খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে সেনারা পৌঁছায় এবং তাহলে গাড়ি করে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। কিন্তু প্রবল তুষারপাতের কারণে রাস্তায় তাদের গাড়ি আটকে যায়। মহিলার শারীরিক অবস্থা র অবনতি হতে থাকে চারপাশে গাড়ি দাঁড় করিয়ে রেখে একটি গাড়ির ভেতর সেনা ডাক্তারদের সহযোগিতায় সংশ্লিষ্ট মহিলা একটি শিশুর জন্ম দেয়। বর্তমানে মা-শিশু দুজনই ভালো আছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরে বিভিন্ন মহল থেকে সেনা জাওয়ানদের ভূয়শী প্রশংসা করা হয়েছে।

মন্তব্যসমূহ