স্বাস্থ্য সাথী কার্ডে হৃদরোগে আক্রন্তের মিলল না পরিষেবা

 

স্বাস্থ্য সাথী কার্ডে মিলল না পরিষেবা , হৃদরোগ আক্রান্তের পরিবার বিক্রি করতে চলেছে বসতবাড়ি 


 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৭ ফেব্রুয়ারিঃ স্বাস্থ্য সাথী কার্ড এ পরিষেবা মিলল না আলিপুরদুয়ার জেলার অন্তর্গত মাদারিহাট এর বাসিন্দা ইদ্রিস আলী এর। ঘটনার বিষয়ে জানা গিয়েছে সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন, সুচিকিৎসার জন্য তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হয় । কিন্তু শিলিগুড়ির কোন নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ড এর পরিষেবা তাকে দিতে চাইনি। টানা দু'দিন শিলিগুড়ি তে তিনটি নার্সিংহোমে তার পরিবার-পরিজন তাকে চিকিৎসা করায়। চিকিৎসার বিল হয় আনুমানিক এক লাখ টাকা। তার দুই ছেলে ধার দেনা করে চিকিৎসা বিলের টাকা পরিশোধ করে এবং তাকে বাড়ি নিয়ে যায়। বর্তমানে শয্যাশায়ী সে, তার দুই ছেলে ধার দেনা পরিশোধ করতে তাদের বসতবাড়িটি বিক্রয় করার পরিকল্পনা গ্রহণ করেছে।

মন্তব্যসমূহ