রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন - সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টিতে অমর একুশে ফেব্রুয়ারি

আজ একুশে ফেব্রুয়ারি । বাংলা ভাষাভাষীদের আজ ভাষা স্বাধীনতার দিন। ১৯৫২ সালের আজকের দিনে বাংলা ভাষা আন্দোলনে  সেদিন শহিদ হয়েছিলেন  রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাঁদের দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার। ছুটে এসেছিল গুলি। সেই গুলি কেড়ে নিয়েছিল  মাতৃভাষার প্রতিষ্ঠার জন্য সন্তানদের প্রাণ। সেই শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাবার জন্য  সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টিকে  বেহালার দিন প্রতিদিন প্রকাশ করল ।



একুশে ফেব্রুয়ারি 

তপন বন্দ্যোপাধ্যায়



আজ শুভদিন,বিখ্যাত দিন একুশে ফেব্রুয়ারি 

এই দিনটিতে আমরা বাঙালি গর্ব করতে পারি

দুই বাংলার একটাই ভাষা,সে ভাষার যে কী মহিমা

পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছে মাতৃভাষার গরিমা;


সারা পৃথিবীর মানুষ বলেছে সুন্দরতম ভাষা

সেই গৌরবে আজও তুঙ্গে বাঙালির প্রত্যাশা

আমাদের কবি পদাবলি লেখে, লেখে মঙ্গলকাব্য

তরজা- নাটুয়া আলকাপ আজও গ্রামে মজলিশে শ্রাব্য;


কৃত্তিবাসের রামায়ণ আছে, মহাভারত কাশীদাসি

কবিগান, ভাদু,টুসুও ঝুমুর ব্রতকথা ভালোবাসি

আমাদের আছে রামমোহন আর বিদ্যাসাগরি ভাষা

তাঁদের হাতের সোনার ছোঁয়ায় ভাষা পেল  ভালোবাসা;


আমাদের আছে রবিঠাকুরের পৃথিবী শ্রেষ্ঠ গান

'জনগণমন' পেয়েছে জাতীয়সংগীত সম্মান

কাজীনজরুল একাই একশো তাঁরও কত গান তো

অতুলপ্রসাদী দ্বিজেন্দ্রলাল, আছেন রজনীকান্ত ;


আমাদের আছে অবিনঠাকুর, আঁকেন লেখেন ছবি

ভাষার শরীর  রঙ তুলি মেখে রূপকথা যেন সবই

নির্জনতার কবি আছে এক তিনি যে জীবনানন্দ 

তারাশঙ্কর - বিভূতি - মাণিকে বাংলার সোঁদাগন্ধ;


পাশাপাশি আছে বাংলাদেশের কত ভাষাভাস্কর 

প্রতিমুহূর্তে মিলেমিশে যায় দুই বাংলার স্বর

বাংলাভাষার শরীর উপচে এত এত বৈভব

আজ পৃথিবীর বাঙালিরা মাতি... একুশের উৎসব।

মন্তব্যসমূহ