প্রতিমা বিক্রি বয়কটের সিদ্ধান্ত ধুপগুড়ির মৃৎশিল্পীদের

 
জমি বিবাদের জের , সরস্বতী প্রতিমা বিক্রি বন্ধের ডাক ধুপগুড়ি কুমারটুলির শিল্পীদের 



ধূপগুড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ কুমোরটুলির জমি নিয়ে বিবাদের জেরে সরস্বতী পুজোর আগে ধূপগুড়িতে প্রতিমা বিক্রি বয়কটের ডাক দিল মৃৎশিল্পীরা।এরফলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ির পূজার প্রতিমা কিনতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কুমলাই ব্রিজের পাশে প্রতিমা তৈরি ও বিক্রির বাজার বসানো হয়েছিল।নাম দেওয়া হয় ধুপগুড়ির কুমোরটুলি।এরপরই সেই এলাকার স্থানীয় বাসিন্দারা ওই জমিতে দোকান করে ব্যবসা করার দাবি জানায়।এই নিয়েই শুরু হয় বিবাদ।ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।

এরপর আজ সকালে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন বিধায়ক।বৈঠকে কোনো সমাধান না হওয়ায় প্রতিমা বিক্রি বয়কটের সিদ্ধান্ত নেওয়া নেয় মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীরা বলেন, তাদের দাবী মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে।

মন্তব্যসমূহ