অবশেষে রাজ্যের স্কুল খোলার চিন্তা ভাবনা সরকারের

 

সরস্বতী পুজোর আগেই খুলতে পারে রাজ্যের সরকারি স্কুল , শিক্ষামন্ত্রীর ইঙ্গিত এমনটাই


নিজস্ব সংবাদদাতা ,কলকাতা , ২ ফেব্রুয়ারিঃ  মঙ্গলবার দিন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করলেন আগামী ১২ ফেব্রুয়ারি  স্কুল খুলছে, এবং নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরু হবে। ভয়াবহ করোনা মহামারী কে নিয়ন্ত্রণ করতে গতবছর মার্চ মাস থেকে দেশব্যাপী স্কুল কলেজ বন্ধ করা হয়েছিল।রাজ্য জুড়ে বন্ধ ছিল স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ।বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে স্কুলগুলিতে  স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এছাড়া মাক্স ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম ধাপে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে পরবর্তী পর্যায়ে পরিস্থিতি বুঝে অন্যান্য শ্রেণীর পঠন পাঠন শুরু করা হবে।

মন্তব্যসমূহ