চারহাত এক করলেন মহিলা পুরোহিত, মিমি- ওম এর বিয়েতে হল না কন্যাদান

 
ওম আর মিমি'র ঐতিহাসিক ভাবে দাম্পত্তের সুচনা 


সজল দাশগুপ্ত , কলকাতা , ৪ ফেব্রুয়ারিঃ পুরুষ পুরোহিতদের তাল মিলিয়ে পৌরহিত্যের কাজে দিকে দিন চাহিদা বাড়ছে । সম্প্রতি উত্তরবঙ্গে একটি বিয়ের আসরে দেখা মিলেছিল এক মহিলা পুরোহিতের। সুজাতা মণ্ডল নামের ঐ পুরোহিত দুই হাত এক করেছিলেন এক দম্পতির। মহিলা পুরোহিত নিয়ে টলি পাড়ায় একটি সিনেমাও তৈরি হয়েছিল , যাকে নিয়ে এই সিনেমা , সেই মহিলা পুরোহিত , নন্দিনি ভৌমিকের সংস্কৃত মন্ত্রোচ্চারণে ভরে উঠেছিল কলকাতার ক্লাব ভার্দে ভিস্তা। আরেকটি অভিনবত্ব ছিল , ওম আর মিমির বিয়েতে হল না কন্যাদান।  টলিপাড়ার প্রখ্যাত অভিনেত্রী মিমি আর জনপ্রিয় অভিনেতা ওম সাহানি গাঁটছড়া বাঁধলেন চৌঠা ফেব্রুয়ারি বুধবার। জানা গিয়েছে তাদের বিয়েতে পৌরহিত্যের কাজ করেছেন  মহিলা পুরোহিতরা। বৈদিক মতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বেশ কিছুদিন ধরে তাদের বিবাহের আগে গায়ে হলুদ মেহেন্দি আইবুড়ো ভাত এর অনুষ্ঠান গুলি র বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে আসছিল। তাদের বিবাহতে উপস্থিত ছিলেন টলি পড়ার এক ঝাঁক তারকারা।

মন্তব্যসমূহ