দীপা দাশমুন্সি কি রাজনৈতিক সন্যাস নিলেন ? একেবারেই বেপাত্তা অবস্থান কে ঘিরে চিন্তার ভাঁজ কংগ্রেসে

 

ভোট এলেও দেখা মিলছে না দীপা দাশমুন্সির , তিনি কোথায় ? চিন্তায় কংগ্রেস 



 নিজস্ব সংবাদদাতা , উত্তর দিনাজপুর , ২৭ ফেব্রুয়ারিঃ  দীপা দাশমুন্সি নিরুদ্দেশ, চিন্তিত কংগ্রেস শিবির। অনেক যোগাযোগের চেষ্টা করেও দীপা দাশমুন্সি এর সাথে কোন যোগাযোগ করা যাচ্ছে না। উত্তর দিনাজপুরের নিচু তলার কংগ্রেস কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। প্রিয়রঞ্জন দাশমুন্সির পর উত্তর দিনাজপুরের কংগ্রেসের হাল ধরেন দীপা দাশমুন্সি। লোকসভা নির্বাচন জিতে কেন্দ্রীয় মন্ত্রী হন, উত্তর দিনাজপুরের জন্য অনেক কিছু করেছেন তিনি। কিন্তু সামনে আসন্ন বিধানসভা নির্বাচন কিন্তু তা সত্ত্বেও একেবারেই বেপাত্তা তিনি। গতবার বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়েছিল, উত্তর দিনাজপুরের তবে আলাদাভাবে লড়েছিল দুটি দল। বামফ্রন্টের হয়ে নির্বাচনে দাঁড়িয়ে গোহারা হেরেছিলেন মোহাম্মদ সেলিম, অপরদিকে কংগ্রেসের হয়ে দীপা দাশমুন্সি নির্বাচনে দাঁড়িয়ে হেরেছিলেন। এরপর সরাসরিভাবে দুজন দুজনকে দোষারোপ করেছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে আবার বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এত কিছুর পরও দীপা দাশমুন্সির পাত্তা নেই । অনেকে বলছেন রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন। তবে ভোটের আগে দীপা দাশমুন্সির বেপাত্তা হয়ে যাওয়া কংগ্রেস শিবিরের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্যসমূহ