অবশেষে সাফাই কর্মীদের কর্ম বিরতি অবসান হতে চলেছে , বেতন বৃদ্ধির ঘোষণা শিলিগুড়ির পুর প্রশাসকের

 

১০ শতাংশ বেতন বৃদ্ধি সাফাই কর্মীদের , মিটতে চলেছে শিলিগুড়ি পুর নিগমের সাফাই কর্মীদের ধর্মঘট 


নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ মার্চ নয়, ফেব্রুয়ারি থেকেই ১০% বেতন বৃদ্ধি করা হল সাফাই কর্মীদের।রবিবার থেকেই সাফাই এর কাজ স্বাভাবিক রাখার আবেদন প্রশাসক অশোক ভট্টাচার্যের। সঙ্গত, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবী নিয়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছিল উত্তরবঙ্গ সাফাই কর্মচারি সমিতি।সমস্যার সমাধানে দফায় দফায় বৈঠক হয়।সাফাইকর্মীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সহানুভিতিশীল হওয়ার আবেদন জানানো হয় সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। সেই আবেদন মেনেই মার্চ নয় ফেব্রুয়ারি থেকেই ১০% হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহন করল শিলিগুড়ি পুরনিগম।তবে রবিবার থেকেই সাফাই এর কাজ স্বাভাবিক রাখার আবেদন  জানান পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।

মন্তব্যসমূহ