যে কোন আন্তর্জাতিক স্টেডিয়ামকে চ্যালেঞ্জ দিতে তৈরি দক্ষিণ কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম

 


দক্ষিণ কলকাতার মানচিত্রে যোগ হল আন্তর্জাতিক মানের স্টেডিয়াম , একেবারে নতুন রূপে  উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী 



 কুশল দাশগুপ্ত , কলকাতা , ১০ ফেব্রুয়ারিঃ একেবারে নতুন রূপে কিশোর ভারতী স্টেডিয়াম। কলকাতার   ১০৯নং ওয়ার্ডের মুকুটে গতকাল  এক নতুন পালক যোগ হল । এক সময়ে এমন অবস্থা ছিল যে সেখানে গরু ও ছাগলের বিচরন ক্ষেত্র হয়ে উঠেছিল। সে জায়গার ভোল পাল্টে একেবারে এক আধুনিক স্টেডিয়াম ।  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উদ্বোধন করলেন নবসাজে সজ্জিত দক্ষিণ কলকাতার গর্ব কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের। সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় দর্শকভরা স্টেডিয়ামে হল আই লিগের চার্চিল ব্রাদার্স বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ। রাজ্যে এই প্রথম দর্শকরা মাঠে বসে খেলা দেখলেন। করোনা পরিস্থিতিতে যা পুরোপুরি বন্ধ ছিল। অক্লান্ত পরিশ্রমে নান্দনিক এই স্টেডিয়ামের ভোল বদলে দিয়েছেন যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গত দু বছরে প্রায় ৫০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ক্রীড়াঙ্গনে আধুনিক স্পোর্টস কমপ্লেক্সের সব সুবিধে আছে। নৈশোলোকে ফুটবল ম্যাচ দেখলেন IFA র সভাপতি সুব্রত দত্ত ও সচিব জয়দীপ মুখার্জী। Women U-17 ফুটবল ওয়ার্ল্ড কাপের আয়োজন এই মাঠে করার জন্য তারা আশাবাদী। কলকাতার ফুটবল প্রেমী মানুষের ভিড়ে হাফটাইমে নতুন ফুটবল ছুঁড়ে দিয়ে উৎসবের মেজাজে খেলা চলছিল। কোন পক্ষই অবশ্য গোল করতে পারেনি। গোলশূন্য অবস্থায় শেষ হল উদ্বোধনী ম্যাচ। শুধু ফুটবল নয়, অ্যাথলেটিক্স ও অন্যান্য খেলার জন্য আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামে দর্শকাসন ১৪ হাজার। বাইপাসের ধারে যুবভারতী ক্রীড়াঙ্গনও অবস্থিত হওয়ার ফলে, পরবর্তীকালে কোনও টুর্নামেন্টের মাল্টিপাল ভেনুতে এই স্টেডিয়াম অবশ্যই থাকবে  অবস্থানগত সুবিধা  থাকায়। এই স্টেডিয়াম স্থানীয় খেলোয়াড়দের কাছে নতুন সুযোগ এবং রাস্তা খুলে দিল । অঞ্চলের স্কুল, কলেজ ও ক্লাবগুলিও সুযোগ পাবে রাজ্য সরকারের এই প্রচেষ্টায় তৈরি এই ক্রীড়া ক্ষেত্রে ।  

মন্তব্যসমূহ