একাধিক দাবি , সঙ্গে রেলকে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ রেল কর্মচারীদের

 

রেল বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ রেলওয়ে মজদুর  ইউনিয়নের


 নিজস্ব সংবাদদাতা , নিউ জলপাইগুড়ি , ২ ফেব্রুয়ারিঃ রেলকে বেসরকারীকরণের প্রতিবাদ ও একাধিক দাবিতে মঙ্গলবার আন্দোলনে সরব হল এনএফ রেলওয়ে মজদুর  ইউনিয়নের এনজেপি শাখা। জানা গিয়েছে, এদিন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আশীষ বিশ্বাসের উপস্থিতিতে এনজেপি’র এডিআরএম দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।এছাড়াও বিভিন্ন দাবিতে রেলের আধিকারিককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

আশীষ বিশ্বাস জানান,বর্তমান ক্ষমতাশীল বিজেপি সরকার রেলওয়েকে বেসরকারীকরণের যে অপচেষ্টা করছে তার বিরোধিতায় তাদের সংগঠন লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।শুধু বেসরকারীকরণই নয়,কর্মী নিয়োগ বন্ধের পাশাপাশি কর্মী ছাটায়ের  প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার।এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রে ক্ষমতাশীল বিজেপি সরকারের পরিবর্তনের ডাকও দেন তিনি।

মন্তব্যসমূহ