আজ ভ্যালেন্টাইন্স ডে

 ।। প্রেমবেলা ।।





কাজল ভট্টাচার্য , ১৪ ফেব্রুয়ারি 


চল আজ ভালবাসি।

দেখ প্রজাপতির পাখায় কত রঙের মাখামাখি। ঘন নীল আকাশ কেমন ঝুঁকে পড়েছে দূর দিগন্তে। কুয়াশার চাদরে ঢাকা আকাশ পৃথিবীর মহাজাগতিক প্রণয়বেলা। 

প্রেম যে শুধুই সবুজ, তা নয়। বসন্ত এসে গেছে। ওই দেখ, প্রকৃতির সবুজেও কেমন হলদে ছোপ। সবুজের গান থাকলে হলুদের কান্নাও আছে। হাসিকান্নার দোলাতেই পূর্ণতা প্রেমের। 

'প্রেমের অভিষেক, কেন হলো না তব নয়নজলে!' কবিগুরুর সেই অমরগীতি।

চারদিকে কেমন যেন একটা উদাসী মন ছড়িয়ে।

চল ভালবাসি।



দে দেখি তোর হাতটা। হ্যাঁ, শক্ত করে আমার হাতটা ধর তুইও। নে এবার ছোট দেখি আমার সঙ্গে। কালের গতির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ো। চল ওই সাঁকো পেরিয়ে। যেখানে ওই স্বপ্নরা বাসা বাঁধে। রেডি স্টেডি গো! চল ছোট।

ওই দেখ সূয্যি মামা পাটে যেতে বসলো। বাতাসে হিমের পরশ। আয় সামনে আয়। ঠান্ডা লাগছে নাকি তোর?

জড়িয়ে ধর আমায়। ভালোবাসার উষ্ণতায় সেঁকে নে শরীর। মন প্রাণ। এই উষ্ণতা নিয়েই আজকের সাঁকো পেরিয়ে চল যাই কালে। 

আজ শুধু ভালবাসা- বাসি।

আজতো ভ্যালেন্টাইন্স ডে।

কথা হোক মনের সঙ্গে মনের।

আজ শুধুই মৌনতা।

কাল বাঁচলে নাহয় আরও কিছু। কথা হবে শরীরের সঙ্গে শরীরের। ডুব দেওয়া সৃষ্টির আদিরহস্যে। কাল শুধুই যৌনতা। 

নাকি প্রেমের পূর্ণতা?

মন্তব্যসমূহ