দেওয়াল দখল , বাম - বিজেপি উত্তেজনা

 


দেওয়াল লিখনকে কেন্দ্র করে বাম- রামে  উত্তেজনা  ডানকুনিতে    



সমীরণ দাস , কলকাতা , ৬ ফেব্রুয়ারিঃ দেওয়াল লিখনকে কেন্দ্র করে বাম রামে  উত্তেজনা  ডানকুনিতে। ডানকুনির ৯ নম্বর ওয়ার্ডের মিলন সঙ্ঘ ক্লাবের মাঠের দেওয়ালে সিপিআইএম-এর লেখা দেওয়াল রাতের অন্ধকারে বিজেপি দখল করে নেয় ও বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল এঁকে দেয় বলে অভিযোগ স্থানীয় সিপিআইএম কর্মীদের। সকালে দেখতে পেয়ে সিপিআইএম কর্মীরা তা মুছে দেন। বিজেপি আবার সেই দেওয়াল দখল করতে এলে বাধা দেয় সিপিআইএম।তখনই উত্তেজনা ছড়ায় ডানকুনিতে ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু'পক্ষের কর্মীরা।  আহত হয় সিপিআইএম কর্মী বাবাই মজুমদার নামে এক কর্মী। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে এবং  দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ । বিজেপির ডানকুনি মন্ডল সভাপতি সুকান্ত মাঝির দাবী "ক্লাবের দেওয়ালে সিপিআইএম ও তৃনমূলের লেখা রয়েছে আর মাঝের ফাঁকা জায়গা তাদের প্রতিক এঁকে দেওয়া নিয়ে সমস্যা দেখা দেয়"। ডানকুনি পুরসভার সিপিআইএম-এর প্রাক্তন কাউন্সিলর তথা সিপিআইএম নেতা মনোজ গায়েনের দাবি "তারা দীর্ঘদিন ধরে ওই দেওয়াল প্রচারের কাজে ব্যবহার করে আসছেন।আজ বিজেপি সেই দেওয়াল দখলের চেষ্টা করে"।  রাজ্যের শাসক তৃণমূলের মত অনুসারে দেওয়াল দখলের চেষ্টায় বামের কাছে বড় ধাক্কা খেলো রামের দল বা বিজেপি হুগলীর ডানকুনিতে।

মন্তব্যসমূহ