মমতা ব্যানার্জির হাত দিয়ে উদ্বোধন উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের

গাজলডোবা ওভার ব্রিজ খুলে দিলেন মমতা  , কমে গেল সিলিগুরি-ফুলবাড়ি যাবার সময় 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি ফুলবাড়ী গজলডোবা ক্যানেল রোড এ নতুন ওভারব্রীজের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ওভার ব্রিজের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই ওভারব্রিজ উদ্বোধন হওয়ার ফলে শিলিগুড়ি থেকে গজলডোবা যাতায়াতের সময় অনেকটাই কমে গেল যানবাহন গুলির ক্ষেত্রে। এতে শহরবাসী উপকৃত হবে। এই ওভার ব্রিজ টি  ৭৪৬ মিটার  এবং এটি তৈরি করতে প্রায় ৪৫ কোটি টাকা খরচ হয়েছে। শুধু শিলিগুড়ি থেকে গজলডোবা নয় ডুয়ার্স পর্যন্ত যানবাহন গুলি র যাতায়াতের সময়সীমা অনেকটাই কমে যাবে। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে রিমোটের সাহায্যে গজল ডোবাতে যুব আবাস এর উদ্বোধন করেন। শুধু তাই নয় বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসব এর উদ্বোধনী মঞ্চ থেকে।

মন্তব্যসমূহ