বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধিক্কার মিছিল এবং কাজ স্থগিত শিলিগুড়ির অস্থায়ী সাফাই কর্মীদের

 

রাস্তায় আবর্জনা ছড়িয়ে বিক্ষোভ ও কর্ম বিরতি শিলিগুড়ি পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের  



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃআজ থেকে শিলিগুড়িতে অস্থায়ী কর্মীদের ধর্মঘট শুরু হয়েছে ।  বিভিন্ন দাবীতে কর্মবিরতি এবং শিলিগুড়ি পুরনিগমের সামনে আবর্জনা ফেলে বিক্ষোভ প্রদর্শন করল সাফাইকর্মীরা।  জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের ২৭৭১ জন স্থায়ী ও অস্থায়ী সাফাই কর্মী বিক্ষোভে যোগ দেন।প্রথমে বাঘাযতীন পার্কের সামনে থেকে একটি ধিক্কার মিছিল করে তারা।এরপর পুরনিগমের সামনে এসে আবর্জনা রাস্তা ছড়িয়ে দিয়ে বিক্ষোভ দেখান সাফাইকর্মীরা।

প্রসঙ্গত, সাফাই কর্মীদের স্থায়ীকরন, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বেশকিছুদিন ধরেই আন্দোলন করে চলেছে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি।এরপরেও তাদের দাবী নিয়ে পুরনিগম কোনো গুরুত্ব দিচ্ছে না।সেকারনেই এবারে কর্মবিরতির সিদ্ধান্ত তাদের।  সমিতির সভাপতি কিরণ রাউথ জানান, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এই ধিক্কার মিছিল এবং কাজ স্থগিত রাখা হয়েছে।শিলিগুড়ির পাশাপাশি অন্যান্য জেলাতেও যাতে সাফাইকর্মীরা কাজ স্থগিত রাখে সেই আবেদনও তারা করেছে।যতদিন তাদের দাবি পূরণ না হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

শিলিগুড়িতে একটি অস্থায়ী কর্মী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বেতন  বৃদ্ধি সহ একাধিক দাবীদেওয়া নিয়ে এই অস্থায়ী কর্মচালীদের সংগঠন ধর্মঘট শুরু করে।শিলিগুড়িতে এই অস্থায়ী কর্মচারীদের সংখ্যা প্রায় দুহাজারের কাছাকাছি।গত পরশু এক সাংবাদিক সন্মেলন ডেকে অস্থায়ি কর্মচারী সংগঠনের অন্যতম প্রধান শিবপ্রসাদ হেলা জানালেন তারা বহুদিন থেকেই সরকারের কাছে বেতন বৃদ্বির জন্য আবেদন করে আসছিলেন,কিন্তুু সরকারের কাছ থেকে কোন সাড়া না পেয়েই তারা ধর্মঘটের পথে যেতে বাধ্য হলেন।এর ফলে গোটা শিলিগুড়ির প্রায় 5লক্ষ মানুষ এই পরিসেবা থেকে বঞ্চিত হবেন।এদিকে এই ধর্মঘট নিয়ে শিলিগুড়ির পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য্য জানান আমরা ধর্মঘটিদের বুঝিয়েছি আমাদের অসুবিধার কথা,তাতেও তারা বুঝতে চায় নি,তাই আমাদের আর কিছু করবার নেই।এদিকে এই ধর্মঘট নিয়ে বিরোধী দলনেতা রঞ্জন সরকারকে জিঞ্জাসা করলে তিনি জানান এই ধর্মঘট প্রমান করে দিচ্ছে কতটা অপদার্থ এই সরকার।এই ধর্মঘটকে আমরা সমর্থন করি না কোনভাবেই,আমরা চেষ্টা করবো যাতে এই সমস্যার দ্রুত সমাধান করা হয়।

মন্তব্যসমূহ