উত্তরাখন্ডে হিমবাহে ভাঙ্গন , ভয়াবহ দুর্ঘটনা , নিখোঁজ বহু

উত্তরাখন্ডে হিমবাহে  ভয়াবহ  ভাঙ্গণ , নিশ্চিহ্ন নদী পার্শ্ব   বহু গ্রাম , নিখোঁজ ২০০ মানুষ  





বিশেষ সংবাদদাতা , উত্তরাখন্ড , ৭ ফেব্রুয়ারিঃ আজ ভয়াবহ হিমবাহ ভাঙ্গনে বিপর্যস্ত উত্তরাখন্ড। লাল সতর্কতা জারি হরিদ্বার সহ অলকানন্দা ,ঋষি গঙ্গা , ধৌলি গঙ্গা পার্শ্ববর্তী এলাকায়। যোশী মঠে  বিপর্যয়ের মাত্রা বেশি। হরপা বাণে বন্যার আশঙ্কা গোটা উত্তরাখন্দ জুড়ে। নির্মীয়মাণ ধোউলি গঙ্গার ওপর জলবিদ্যুত কেন্দ্রের টানেলে আটকে পড়েছে বহু শ্রমিক। এখনও পর্যন্ত নিখোঁজ প্রায় ২০০ জন মানুষ। 

উদ্ধারকাজে নেমেছে আই টি বিপি , সেনা বাহিনী , আধা সেনা বাহিনী ও ডিজাস্টার ম্যানেজমেন্টেরর সদস্যরা। প্রসঙ্গতঃ মানুষের মনে ফিরিয়ে আনল ২০১৩র জুনের সেই স্মৃতি। 

দেখুন হিমবাহ ভাঙ্গনের সেই তান্ডবলীলা ,



মন্তব্যসমূহ