উত্তরবঙ্গে রকমারি পাখি দেখতে " বার্ড ওয়াচিং"

উত্তরবঙ্গের পর্যটনকে আরো জনপ্রিয় করে তুলতে "বার্ড ওয়াচিং" প্রকল্প গাজোলডোবায় 


নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ করোনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে।পর্যটনকে ফের স্বাভাবিক ছন্দে ফেরাতে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন দপ্তরের সহযোগিতায় পর্যটন সংস্থাগুলি বেশকিছু নতুন উদ্যোগ গ্রহণ করতে চলেছে।বুধবার মৈনাক টুরিস্ট লজে একটি সাংবাদিক বৈঠক করে পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং পর্যটন ব্যবসায়ী রাজ বসু এই বিষয়ে জানান। পর্যটন ব্যবসায়ী রাজ বসু বলেন, পর্যটকদের উত্তরবঙ্গের প্রতি আকর্ষিত করতে ‘বার্ড ওয়াচিং’ নামে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।গজলডোবার বোট ম্যানরা পর্যটকদের পাখি দেখাবেন।তার জন্য বোট ম্যান বা নৌকা চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে।এই বোট ম্যানরাই পর্যটকদের বিভিন্ন পাখির বিষয়ে জানাবেন।এর জন্য পর্যটন সংস্থার তরফে ৩০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে

মন্তব্যসমূহ