নবজাতকদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেবে মাতৃমা

নবজাতকদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সুচনা হল মাতৃমা 

নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ১৫ ফেব্রুয়ারিঃ  কলকাতা চিত্তরঞ্জন সেবা সদন এ উদ্বোধন করা হলো মাতৃমা । রাজ্য সরকার আনুমানিক ২৪ কোটি টাকা ব্যয় করেছেন এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজ এই প্রকল্পের উদ্বোধন করলেন। 




প্রসূতি মা ও নবজাতকদের জন্য একশটি  শয্যা বিশিষ্ট রয়েছে। এছাড়া মা ও নবজাতক শিশুকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার সব রকম বন্দোবস্ত রয়েছে এখানে। রাজ্যের মোট ১৭ টি মাতৃমা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর জনহিতকর কার্যকলাপের মধ্যে অন্যতম হলো মাতৃমা প্রকল্প রূপায়ণ যা রাজ্যের জনসাধারণের অত্যন্ত উপযোগী। মাতৃমাতে রয়েছে নবজাতকদের জন্য সব রকমের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সমেত আই সি ইউ , সিক নিউ বর্ন সিক ইউনিট , হাইব্রিড আই সি ইউ। 

মন্তব্যসমূহ