' বাংলা আবার নিজের মেয়েকে চায়' , শাসক দলের শ্লোগানকে কটাক্ষ শিলিগুড়ির বাম পুর প্রশাসকের

 

রাজ্যের শাসক দলের নতুন শ্লোগানকে কটাক্ষ 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারিঃ  সামনে আসন্ন বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য ' বাংলা আবার নিজের মেয়েকে চায়'  এই শ্লোগানের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। এ বিষয়টিকে কটাক্ষ করলেন শিলিগুড়ি শহরের পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য মহাশয়। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে এবং তিনি একজন বাঙালি তারপরও এসবের কোন মানে হয়না। পিকেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে এই স্লোগান তৈরি করার জন্য। বাংলা একটা সাধারন ছেলে তৈরি করতে পারত। তিনি আরো বলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে আর ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না। এইবার আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা সাধারন মানুষ জোট সরকারের উপর বিশ্বাস করবে। তিনি আরো বলেছেন তৃণমূল কংগ্রেসের আগে যারা বাংলার ক্ষমতায় ছিল তারা কি অবাঙ্গালী তৃণমূল কংগ্রেসের স্লোগান কে জোরালো ভাষায় কথা কও করেছেন তিনি।

মন্তব্যসমূহ