শিলিগুড়ি পুর নিগমের সাফাই কর্মীদের কাজ বন্ধের হুমকি

 দাবি পুরণ না হলে সাফাই কর্মীদের ১১ ফেব্রুয়ারি থেকে কাজ বন্ধের হুমকি শিলিগুড়িতে 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,৮ ফেব্রুয়ারিঃ ‘সাফাই কর্মচারীদের দাবিপূরন না হলে ১১ ফেব্রুয়ারী থেকে বন্ধ থাকবে কাজ’। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরন রাউথ। সাফাই কর্মচারীদের স্থায়ী চাকরি, তাদের মৃত্যুর পর সন্তানদের স্থায়ী চাকরি সহ নয় দফা দাবিতে শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি জমা দিয়েছিল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি। তবে প্রায় ২২ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো সাড়া মেলেনি পুরনিগমের তরফে। একই দাবিতে ১০ ফেব্রুয়ারী সমিতির তরফে একটি ধিক্কার মিছিল আয়োজিত করা হয়েছে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এই ধিক্কার মিছিল শুরু হবে বলে জানা গিয়েছে। পুরনিগমের সমস্ত সাফাইকর্মীরা এই ধিক্কার মিছিলে থাকবেন বলে জানান সমিতির সভাপতি কিরন রাউথ। তিনি আরও জানান, ধিক্কার মিছিলের পরেও যদি তাদের দাবি পূরন না হয় তবে ১১ ফেব্রুয়ারী থেকে শহরজুড়ে সাফাইয়ের কাজ বন্ধ রাখবে সাফাইকর্মীরা।যতদিন তাদের দাবি পূরণ না হবে ততদিন তাদের এই আন্দোলন চলবে।

মন্তব্যসমূহ