উত্তরবঙ্গে ভোট কর্মীদের করোনা টীকাকরণ শুরু

 

আজ থেকে শুরু হল উত্তরবঙ্গের ভোট কর্মীদের করোনা টীকাকরণ 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৪ ফেব্রুয়ারিঃ  শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ এলাকাতে আজ থেকে শুরু হলো ভোট কর্মীদের করোনা টিকাকরণ কর্মসূচি। আগামী তেশরা মার্চ পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলবে। রাজগঞ্জ এলাকার মোট তিনটি স্থানে এই টিকাকরণ কর্মসূচি হচ্ছে। সেগুলি হল বিডিও অফিস, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল, ও ফুলবাড়ী তে। এই তিনটি জায়গায় মোট বারটি গ্রাম পঞ্চায়েতের এলাকার ভোট কর্মী দের করোনার টিকা দেওয়া হবে। রাজগঞ্জের বিডিও আজ নিজে করোনার টিকা নেন। পরে তিনি জানান ভয়ের কোন কারণ নেই, ভোট কর্মীরা নির্দ্বিধায় করো না এর টিকা নিতে পারে চিন্তার কোন কারণ নেই।

মন্তব্যসমূহ