অস্থায়ী করোনা যোদ্ধা স্বাস্থ্য কর্মীদের চাকরি সংকটে

করোনা সংকট কালে অস্থায়ী ( স্বাস্থ্য কর্মী )করোনা যোদ্ধাদের 

কাজ হারানোর আশঙ্কায় দিশেহারা 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ৩ ফেব্রুয়ারিঃ  প্রতিদিন জলপাইগুড়ি বিশ্ব বাংলা কভিদ হাসপাতালে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই অস্থায়ী কর্মীদের কাজ হারানোর একটা প্রবণতা বর্তমানে দেখা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর থেকে কিছুটা আশ্বাস দেওয়া হলেও বর্তমানে ফান্ড না আসার কারণে এখনই অস্থায়ী কর্মীদের কাজে যোগ দেওয়ার থেকে বিরত থাকতে বলেছে জেলা স্বাস্থ্য দপ্তর। এই প্রসঙ্গে এক অস্থায়ী কর্মী জানান প্রচুর মানুষ করোনা ও লকডাউন এর কারণে তাদের নিজস্ব কাজ ছেড়ে হাসপাতালে কাজে যোগদান করেন। ঐ অস্থায়ী কর্মী আরো জানিয়েছেন তিনি একটি দোকানে কাজ করতেন , লকডাউন ও করোনার কারণে হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে যোগদান করেন। ভবিষ্যতে চাকরির আশ্বাস ও দেওয়া হয়। কিন্তু এখন তাদের কাজে যোগ দিতে না বলা হচ্ছে। এমন পরিস্থিতি এখন এ কাজ না থাকলে তার সং সার চালানো মুশকিল হয়ে যাবে। কারণ দোকানে গেলে তাকে আর কাজে নেবে না। এদিকে হাসপাতাল সুপার জানিয়েছে অস্থায়ী কর্মীদের বেতন দিতে মাসে ১০ লক্ষ টাকা খরচ হয়। বর্তমানে ফান্ডিং না আসায় অস্থায়ী কর্মীদের কাজে যোগ দেওয়ার থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

মন্তব্যসমূহ