কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা রাজ্যের মুখ্যমন্ত্রীর

ভেকধারি সরকারের ,ফেকধারি বাজেট - মমতা  



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারিঃ আজ শিলিগুড়ির উত্তরবঙ্গ উৎসবের মঞ্চকেই বেছে নেন কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র প্রতিক্রিয়া জানাবার জায়গা হিসেবে। এদিন তিনি পরোক্ষেই এই বাজেটকে একেবারেই জনস্বার্থ বিরোধীর আখ্যা দেন।     শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বাজেট কে তীব্র সমালোচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান এই বাজেট ভেকধারী সরকারের ফেক ধারী বাজেট। একেবারেই ভিত্তিহীন বাজেট। ২০২১ এ বাজেট অধিবেশনে রাজ্যের সড়ক নির্মাণ করার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে  মুখ্যমন্ত্রী জানান , রাজ্য সড়ক নির্মাণ না করে সে অর্থ কৃষকদের দিলে , কৃষকরা উপকৃত হবেন। রাজ্য চা বাগানের শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। কিন্তু এখনো পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়ার পরেও সাত টি বন্ধ চা বাগান খোলা হয় নি। প্রতিশ্রুতি দিয়েও সে প্রতিশ্রুতি রাখতে পারেনা কেন্দ্রীয় সরকার। মাননীয় মুখ্য মন্ত্রী জানান কৃষকদের বিরোধী এই বাজেট। তাছাড়া পেট্রোপণ্যের দাম প্রতিদিন বেড়েই চলেছে সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে শিলিগুড়ি তে কড়া সমালোচনা করেছেন  কেন্দ্র সরকারের২০২১ এর বাজেট এর।

মন্তব্যসমূহ