জল কামান ,লাঠিচার্জ , কাদানেগ্যাসেও থামল না বাম যুবদের নবান্ন অভিযান

 

বাম যুব সংগঠনের নবান্ন অভিযান , তুলকালাম কলকাতা , আহত শতাধিক 



বিশেষ সংবাদদাতা , কলকাতা , ১১ ফেব্রুয়ারিঃ আজ বামেদের যুব সংগঠনের ডাকে কর্মসংস্থান সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটল গোটা কলকাতা জুড়ে । জল কামান্ন , কাঁদানে গ্যাস , এমনকি লাঠিচার্জের আঘাতেও দমেনি নবান্ন অভিযান আন্দোলন। লাঠির আঘাতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি প্রায় দ্বিশতাধিক আন্দোলনকারী । এদিন সকাল থেকেই কলকাতার হেস্টিংস , ডোরিনা ক্রসিং , হাওড়াতে কঠিন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে প্রশাসন । ডোরিনা ক্রসিং দিয়ে মিছিল এগিয়ে গিয়ে  ব্যারিকেড পেরোতে গেলে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। একটা সময় পারস্পরিক ইট বৃষ্টি অ হাতাহাতিতে জড়িয়ে পড়েন পুলিশ  আন্দোলনকারিরা । পরিস্তিতিতে সামাল দিতে শুরু হয় এক এক করে সব অস্ত্র প্রয়োগ । অবশেষে রক্তাক্ত চেহারা নেয় গোটা আন্দোলন ক্ষেত্র। মাটিতে লুটিয়ে পড়েন আন্দোলন কারিরা। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ , নীলরতন সরকার মেডিকেল কলেজ ও এস এস কে এমে । বেশ কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।   

আজকের আন্দোলনের পর ডি ওয়াই এফ আই ের তরফে ঘোষণা করা হয়েছে , এবার তাঁরা আন্দোলনকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিয়ে যাবেন। বাম নেতৃত্ব এই ঘটনায় আগামীকাল ১২ ঘন্টার বাংলা বনধ ডেকেছে । 

মন্তব্যসমূহ