আঙ্গিকে ও শৈল্পিক মাধুর্যে সরস্বতী বন্দনা বেহালায়

 

বেহালা কিশোর সংঘের ৪৬ তম বর্ষের সরস্বতী বন্দনা 



বিশেষ সংবাদদাতা , কলকাতা , ১৬ ফেব্রুয়ারিঃ আজ সরস্বতী পুজো। ছাত্র-ছাত্রীদের কাছে এই দিনটি একেবারেই অন্য রকম। স্বাধীন ভাবে বাইরে নিজের মত করে মাতৃ আরাধনার দিন। ১৯৭৬ সালে কয়েকজন ছোট্ট ছেলে মেয়ে শুরু করেছিল বেহালা পরুই কাঁচা রোডে , কিশোর সংঘের পুজো। তখন তাঁরা নিছক প্রাথমিক বিদ্যালয়ের গন্ডিতে। এখন তাঁরা বড় হলেও , তাঁদের পরবর্তী প্রজন্ম করে চলেছে সেই আবাহন।

 দেখুন সেই আবাহন



এবছর ৪৬ তম বছর। বিষয় আঙ্গিকে একেবারে অভিনবত্ব আনে প্রতি বছরের পুজোতে। এবারের ভাবনা "তুলির টানে আমাদের মনে তুমি মা সরস্বতী"। ভাবনা ও রূপায়নঃ শিল্পী তরুন দাস , সহযোগিতাঃ দীপান্বিতা ঘোষ , প্রতিমা শিল্পীঃ সুবোধ পাল। অতিমারির কারণে এবছর অনেক আয়োজন তাঁরা বাতিল করেছে। তবুও তাঁদের মাতৃ আরাধনা নজর কাড়ছে দর্শকদের। 

মন্তব্যসমূহ