শিলিগুড়ি পুরনিগমে সাফাই কর্মীদের কর্ম বিরতি , সাফাই করতে পথে ওয়ার্ড কো-অর্ডিনেটর

 

চলছে সাফাই কর্মীদের কর্ম বিরতি , ঝাড়ু হাতে সাফাই  এর  কাজ করতে পথে ওয়ার্ড কো-অর্ডিনেটর 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে বিপাকে শহরবাসী।তাই ওয়ার্ড পরিস্কার রাখতে ঝাড়ু হাতে নামলেন ১৯ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর মৌসুমি হাজরা । প্রসঙ্গত, স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ আন্দোলনে নেমেছে উত্তরবঙ্গ সাফাই কর্মচারি সমিতি।আজ তৃতীয় দিনে পড়ল তাদের কর্মবিরতি।যার জেরে আবর্জনার স্তুপে পরিণত হয়েছে শহর।সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। শুক্রবার ঝাড়ু হাতে এলাকার জঞ্জাল পরিস্কার করতে নামেন ১৯ নম্বর ওয়ার্ড কো- অর্ডিনেটর মৌসুমী হাজরা।এদিন ওয়ার্ড কমিটির সহযোগিতায় এলাকা পরিস্কারে উদ্যোগি হন তিনি। মৌসুমী হাজরা জানান,সাধারন মানুষ যাতে দুর্ভোগে না পরে সেই কারনেই তাদের এই উদ্যোগ।আগামীতেও এই কাজ করবেন বলে জানান তিনি।

মন্তব্যসমূহ