শিলিগুড়িতে সিসিটিভি অকেজো করে সোনার দোকানে ডাকাতি দু লক্ষ টাকার গয়না ও নগদ
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি শহরে গত এক বছর ধরে অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে। ছিনতাই ডাকাতি চুরি এইসব ঘটনা প্রায় শুনতে পাওয়া যাচ্ছে শিলিগুড়ি শহরে। গতকাল রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী অঞ্চলে ফুলবাড়ী বাজারে একটি সোনার দোকানে দু লক্ষ টাকার ডাকাতি হয়। দোকানের মালিক জানিয়েছেন ৮০ থেকে ৯০ হাজার টাকার গহনা ও নগদ টাকা মিলিয়ে মোট দু লক্ষ টাকা জিনিস খোয়া গেছে তার দোকান থেকে। গভীর রাতে জনাদশেক ডাকাত ফুলবাড়ি বাজার এর কর্তব্যরত দুইজন চৌকিদারের আটকে রেখে তারপর বাজারের একটি দোকান থেকে প্রায় ২ লক্ষ টাকার জিনিস ডাকাতি করে। সিসিটিভি ক্যামেরাতে ডাকাতি করার মুহূর্তগুলো কিছুটা ধরা পড়েছে, তবে চালাকি করে সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখার জন্য তাদেরকে সঠিক ভাবে সনাক্ত করা যাচ্ছে না। ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে এসে পৌঁছায় এনজিপি থানার পুলিশ। দ্রুত অপরাধীদের ধরতে এবং ফুলবাড়ী বাজারে পুলিশি পাহারা বাড়ানোর জন্য বাজার কমিটি দাবি করেছেন।
চৌকিদার নাসির মহম্মদ বলেন, ওই ডাকাত দলের কাছে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল।আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাকে বেঁধে রাখে।প্রায় আধ ঘন্টা পর চোরের দলটি পালিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন