কৃষি ক্ষেত্রকে বেসরকারিকরণের প্রতিবাদে বামপন্থি শ্রমিক,ছাত্র,যুব ও ভারত কিষাণ মহাসভার রেল রোকো

 কৃষি ব্যবস্থাকে বেসরকারিকরণের প্রতিবাদে রেল রোকো 



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি,১৮ ফেব্রুয়ারিঃ কৃষি ব্যবস্থাকে বেসরকারিকরণের প্রতিবাদে রেল রোকো অভিযান সারা ভারত কিষাণ মহাসভার।বৃহস্পতিবার শিলিগুড়ির অদূরে রাঙাপানিতে রেল রোকো অভিযানে সামিল হয় এই যৌথ সংগঠন।
কৃষি ক্ষেত্রকে বেসরকারিকরণের প্রতিবাদে উত্তাল দিল্লি।কৃষকদের আন্দোলন ৮৫ দিনে পা দিলেও হয়নি সুরাহা।কেন্দ্রের এমন একমুখি মনোভাবের কাছে মাথা নত করতে রাজি নয় কৃষকেরা।এবার রেল রোকো আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনকে অন্য মাত্রা দিতে সারা ভারত কিষাণ মহাসভার সাথে যৌথ ভাবে আন্দোলনে সামিল হল এ রাজ্যের বিভিন্ন বামপন্থি শ্রমিক,ছাত্র,যুব ও মহিলা সংগঠনসমূহ।

মন্তব্যসমূহ