আগামীকাল থেকে খুলছে রাজ্যের সরকারি স্কুল , এখন শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাশ হবে

 

১২ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের সব স্কুল , এখনই খুলছেনা প্রাথমিক বিদ্যালয়  , স্কুল খোলার বিষয় আজ সাংবাদিকদের কিছু কথা জানান শিক্ষামন্ত্রী 



বিশেষ সংবাদদাতা , কলকাতা , ১১ ফেরুয়ারিঃ আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুল গুলি খুলে যাবে। বর্তমানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে। গত বছর মার্চ মাস থেকে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দফায় দফায় সমস্ত কিছু খোলা শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে । রাজ্য শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলবে।  একটি বেঞ্চে দুইজন করে বসতে পারবে। একটি ক্লাস রুমে সর্বোচ্চ ২৭  জন করে ছাত্ছারত্রী থাকতে পারবে। করোনা সচেতনতামূলক পোস্টার ও ব্যানার স্কুল জোড়া লাগানো হয়েছে। টিফিন এবং জল  ছাত্র   ছাত্রীরা ভাগ করে খেতে পারবেন না প্রত্যেক ছাত্র  ছাত্রীকে নিজের টিফিন ও জল খেতে হবে। অভিভাবকদের সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত ভাবে জানানো হয়েছে। এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে কি বললেন শোনা যাক ।



মন্তব্যসমূহ