ডিজি লকার প্রক্রিয়ায় পাশ পোর্ট পাওয়া আরো সহজ

 

একেবারে সহজ হয়ে পাশ পোর্ট পাওয়ার আবেদন পদ্ধতি 



 সজল দাশগুপ্ত , কলকাতা , ২০ ফেব্রুয়ারিঃ  এখন থেকে পাসপোর্ট পাওয়ার জন্য মূল নথিভূক্ত কাগজপত্রের আর প্রয়োজন হবে না। কারণ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক মারফত ডিজি লকার প্রক্রিয়া চালু করা হয়েছে। এই প্রক্রিয়া উদ্বোধন করেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরন। এই প্রক্রিয়া একেবারে কাগজবিহীন। এই প্রক্রিয়ার মাধ্যমে পাসপোর্ট এর জন্য আবেদন করতে হলে কোন কাগজপত্র লাগবে না। একেবারে বৈদ্যুতিন প্রক্রিয়ার মাধ্যমে মূল বিষয়টি সংযুক্ত হবে। ভি মুরলিধরন আরও জানিয়েছেন গত ৬বছর ধরে পাসপোর্ট এর চাহিদা প্রচুর বেড়েছে, অনেকেই পাসপোর্ট এর জন্য আবেদন করছে। পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া যাতে দ্রুত ও সহজবোধ্য হয় কার জন্য এই প্রক্রিয়া চালু করা হয়েছে। ২০১৭সাল থেকে পাসপোর্ট আবেদন এর ব্যাপারে অনেক কিছু পরিবর্তন করা হয় । ২০২১ সালে আবার পরিবর্তন আনা হয়েছে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে। এই প্রক্রিয়ার মাধ্যমে পাসপোর্ট এর আবেদন কারীরা খুব সহজে ও অল্প সময় পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

মন্তব্যসমূহ