পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্রকাশিত সাঁওতালী শিক্ষক নিয়গের প্যানেল

 

ভোটের আগেই শিক্ষক নিয়োগ! বড়সড় সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের


বিশেষ প্রতিনিধি , কলকাতা , ১৫ ফেব্রুয়ারিঃ  সাঁওতালী ভাষার শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত সরকারের। সেই মত মাত্র ১৫ দিনের মধ্যেই তৈরি নিয়োগের প্যানেল। এটা   স্কুল সার্ভিস কমিশনের (SSC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা। লিখিত পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্যানেল প্রকাশ করছে এসএসসি। মূলত সাঁওতালি মাধ্যমে শিক্ষক  নিয়োগের ফল প্রকাশ আজ সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে করা হবে। এমনটাই সূত্র মারফত জানা গেছে। 

সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগ এর ক্ষেত্রে মোট শূন্য পদ প্রায় ৫০০ টি। বাঁকুড়া, বীরভূম ,ঝাড়গ্রাম, পুরুলিয়া মূলত এই চারটি জেলাতে সাঁওতালি মাধ্যমে অধিকাংশ স্কুল রয়েছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে, ভোটের আগে জঙ্গলমহলে মন পাওয়ার চেষ্টা রাজ্যের। যার জেরে তড়িঘড়ি প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন । 

সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে  বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। তার পর  জানুয়ারি মাসের ২৮, ২৯ এবং ফেব্রুয়ারি মাসের ২,৩। অর্থাৎ এই চার দিন পরীক্ষা নেয় কমিশন। তার ১৫ দিন না যেতেই আজ সন্ধ্যায় ফল প্রকাশ করে দেওয়া হচ্ছে শিক্ষক নিয়োগের।

মন্তব্যসমূহ