দেশ জূড়ে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে পুলওয়ামা শহীদদের

 

পুলওয়ামায় নিহত শহীদদের স্মরণ করার দিন আজ 


সজল দাশ গুপ্ত , কলকাতা , ১৪ ফেব্রুয়ারিঃ  রবিবার দিন ১৪ ই ফেব্রুয়ারি গোটা পৃথিবীতে ভালোবাসার দিন বলে পালন করা হয় । নিজের মনের মানুষ কে ভালোবাসা জানানো সেরা দিন ১৪ ই ফেব্রুয়ারি। কিন্তু ভারতের ইতিহাসে ১৪ ই ফেব্রুয়ারি একটি কালো দিন। কারণ ঠিক দুবছর আগে আজকের দিনটিতে পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ভারতের ৪০ জন বীর জোয়ান। রক্ত ঝরেছিল এই দিনটিতে। ঠিক দুই বছর আগে আজকের দিনটিতে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ভারতের চল্লিশ জন বীর যোদ্ধা।আড়াই হাজার সেনা শ্রীনগর যাচ্ছিল ,পথে জঙ্গীরা একটি বারুদ ভর্তি ট্রাক নিয়ে একটি সেনা জোয়ান এর গাড়ি তে ধাক্কা মারে যার ফলে বিস্ফোরন ঘটে ।ঘটনা স্থলে ৮০ জন জোয়ান মারা যান।এই ঘটনার দায় স্বীকার করে জইশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠন।পড়ে ভারত বালাকোট এ এয়ারস্ট্রাইক করে যোগ্য জবাব দেয়। গোটা পৃথিবী জুড়ে এই জঙ্গী হামলার তীব্র নিন্দা করা হয়েছিল। তাই ভারতের বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে ১৪ ই ফেব্রুয়ারি একটি বিষাদের দিন । এই দিনটিতেই যেসব ভারতীয় জওয়ানরা দেশের জন্য শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করার দিন। আজ সারা দেশ জূড়ে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে পুলওয়ামা শহীদদের। 

মন্তব্যসমূহ