সিমেন্ট আনলোডিং করতে করতে গিয়ে শ্রমিকের মৃত্যু , চাঞ্চল্য নিউ জলপাইগুড়ি স্টেশনে

 
ওয়াগান থেকে সিমেন্ট নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের 



নিজস্ব সংবাদদাতা , নিউ জলপাইগুড়ি , ১০ ফেব্রুয়ারিঃ   মালগাড়ি করে আসছিল সিমেন্ট, সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। বুধবার সকালে এনজিপি স্টেশন আসছিল সিমেন্ট বোঝাই মালগাড়ি, সেই মাল গাড়ি থেকে সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পর এনজিপি চত্বরে চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ রাজা , মালগাড়ি থেকে সিমেন্ট সংগ্রহের কাজ করত সে । এই ঘটনা ঘটার পর স্থানীয় মানুষরা এনজিপি পুলিশ স্টেশনের খবর দেয়। এনজিপি থানার পুলিশ দ্রুত এনজিপি রেল স্টেশনে পৌঁছায়। এবং মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

মন্তব্যসমূহ