ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেটের জয়ের গল্প " ৮৩" , কপিলের চরিত্রে রনবীর সিংহ

 

মুক্তি পেতে চলেছে ,  ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেটের জয়ের গল্প " ৮৩" , কপিলের ভূমিকায় রনবীর সিংহ   


নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২০ ফেব্রুয়ারিঃ বহু প্রতিক্ষার অবসান, অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা রণবীর সিং অভিনীত ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেটের জয়ের গল্প ৮৩। রণবীর সিংহ  নিজে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন খুব তাড়াতাড়ি ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেটের জয়ের গল্প ৮৩ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিংহ।কপিল দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। হিন্দি ভাষা ছাড়া তামিল কন্নড় মালায়ালাম তেলুগু ভাষা তে মুক্তি পাবে এই ছবিটি। অভিনেতা রণবীর সিংহ  জানিয়েছেন কপিল দেবের ভূমিকায় তিনি অভিনয় করে নিজেকে ধন্য মনে করছেন। ৮৩ তে ভারত যে বিশ্বকাপ ক্রিকেটের জয় লাভ করতে পেরেছিল তার প্রধান কারণ হলো ভারতের ক্রিকেট টিমের তৎকালীন ক্যাপ্টেন কপিল দেব। তিনি অলরাউন্ড পারফরম্যান্স করে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন।

মন্তব্যসমূহ