রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন - তপন উবাচ

 


 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 
 সাময়িক বিরতি আসছে ,  "তপন উবাচ"  , আবার ফিরবেন , আরো নতুন অনুভূতি নিয়ে , আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য । আজ রবিবারে তাঁর দুটি অনুভুতিকে ভাগাভগি করলাম পাঠকদের সঙ্গে।

                                        পদ্যদিঘি

প্রথমা




তপন উবাচ

এত ভালোবাসা আমি একা একা

কীভাবে বইব বলো

  যদি নেওয়ার না-থাকে কেউ

আমি কি শুধুই গুণে যাব তীরে

  অনন্ত নদীর ঢেউ!

আলোকচিত্র  : অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য, আসানসোল , তালবেড়া ড্যাম, পুরুলিয়া


দ্বিতীয়া 



শীতের বিদায় জেনে ডালে ডালে জেগে ওঠে রংদার কুঁড়ি
কে আগে ফুটবে বলে ভিতরে  ভিতরে ছিল কত হুড়োহুড়ি।

আলোকচিত্র  : অশোককুমার দাস   শান্তিনিকেতন






মন্তব্যসমূহ