যানবাহনে নিত্য মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে ট্রাফিক গার্ডের সেমিনার ,চালু হেল্প লাইন

 
পাবলিক ট্রান্সপোর্টে মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে সেমিনার ট্রাফিক গার্ডের 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ শালুগাড়ার একটি বেসরকারি হোটেলে ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফে পাবলিক ট্রান্সপোর্টে নারী সুরক্ষা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হল।এদিনের সেমিনারে পুলিশ আধিকারিক, বাস চালক, টোটো চালক, সিটি অটো চালক ও মহিলারা উপস্থিত ছিলেন।সেমিনারে নারী সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়।  সেমিনারে আসা মহিলারা পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস, সিটি অটো, টোটোতে যাতায়াত করার সময় যেসমস্ত সমস্যার মধ্যে পড়েন সেই সমস্যাগুলিকে পুলিশের সামনে তুলে ধরেন।অনেক সময় মহিলারা ভয়ের কারণে এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন না।এই কারণে পুলিশ আধিকারিকরা বেশকিছু নির্দেশ দিয়েছেন।    পাবলিক ট্রান্সপোর্টে মহিলারা যাতে সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারেন এবং কোনো সমস্যা হলে যাতে দ্রুত পুলিশের সহযোগিতা পান তার জন্য একটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।

মন্তব্যসমূহ