উত্তরবঙ্গের ৬ কেন্দ্র সহ পশ্চিমবঙ্গের অন্য বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে ভারতীয় ট্রাইবাল পার্টি

 

২০২১ বিধান সভা নির্বাচনে উত্তরবঙ্গে প্রার্থী দিচ্ছে ভারতীয় ট্রাইবাল পার্টি



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ এবারের বিধানসভা ভোটে প্রার্থী দিতে চলেছে ভারতীয় ট্রাইবাল পার্টি।শনিবার একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ভারতীয় ট্রাইবাল পার্টির নর্থবেঙ্গল ডিভিশনাল প্রেসিডেন্ট লিওস হাসাপূর্তি। লিওস হাসাপূর্তি বলেন, সরকারের কাছে প্রতিবারই উপজাতি সম্পদায়ের বেশকিছু দাবিদাওয়া থাকে।চা-বাগানের শ্রমিকদের বেতনবৃদ্ধি সহ আরও বেশকিছু দাবিদাওয়া রয়েছে তাদের।কিন্তু কোনো সরকারই তাদের দাবিপূরন করছে না।সেকারনেই প্রথমবার ভারতীয় ট্রাইবাল পার্টি বিধানসভা ভোটে প্রার্থী দিতে চলেছে।উত্তরবঙ্গে ৬টি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দিতে চলেছেন।এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য কেন্দ্রেও প্রার্থী দেওয়ার কথা রয়েছে।তাদের অনুমান তাদের প্রার্থী ভোটে জয়ী হলে উপজাতি সম্প্রদায়ের দাবিদাওয়া পূরণ হবে।

মন্তব্যসমূহ