এবারের বাজেটে জোর স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও কর্মসংস্থান - এক নজরে বাজেট

 

আর্থিক সংস্কার এর বাজেট নির্মলা সীতারমনের 



বিশেষ প্রতিনিধি , কলকাতা , ১ ফেব্রুয়ারিঃ আজ সংসদে পেশ করা হল ,২০২১-২২ এর আর্থিক বাজেট। এবারের বাজেটে ছিল করোনা পরবর্তী সময়ে আর্থিক সঙ্কারের বাজেট। আর্থনীতিকে চাঙ্গা কি ভাবে করা যায় সেই ইঙ্গিত দেবার বাজেট । এবারের বাজেট আক্ষরিক অর্থেই একটু ঐতিহাসিক হয়ে , হয়ে উঠল। যখন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বড় বড় হিসাবের খাতা নয় , একেবারে আধুনিক , একটি ট্যাবে ভরে নিয়ে এলেন বাজেট। সঙ্গে প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। এবারে দেখে নেওয়া যাক , এক নজরে বাজেট কি হল ? এবারের বাজেটে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে , তেমনি যে যে রাজ্যে নির্বাচন , সেখানে কর্মসংস্থান সৃস্টির লক্ষ্যে ,পরিকাঠামোগত উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। মুলতঃ সন্সকারমুখী একটা বাজেট তৈরি করার চেষ্টা করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার । এক নজরে দেখে নেওয়া যাক  নির্মলা কি বললেন এবারের বাজেট পেশ করতে গিয়ে  - 

১।  সমস্ত জেলায় স্বাস্থ্য ল্যাবরেটরি গড়ে তোলা হবে

২। কম বয়সিদের জন্য নতুন সম্ভাবনা তৈরির পরিকল্পনা

 ৩। কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধপরিকর সরকার

৪।  ১ লক্ষ ৪১ হাজার কোটি বরাদ্দ স্বচ্ছ ভারত অভিযানে

৫। পরিবেশ রক্ষায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ়

৬। পুরনো গাড়ি দ্রুত বাতিল করা হবে়

৭। শিশুদের পুষ্টিকরণে বিশেষ গুরুত্ব, গ্রামাঞ্চলে ১৭ হাজার স্বাস্থ্যকেন্দ্রকে পুনরুজ্জীবিত করা হবে

ধারাবাহিক বৃদ্ধির চেষ্টা থাকবে বাজেটে


৮। সরকার যে আত্মনির্ভর প্রকল্প ঘোষণা করেছে, তা জিডিপি-র ১৩ শতাংশ ৬ বছরে এই টাকা খরচ হবে

 ৯ । স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে ৬৪ হাজার ১৮০ কোটির প্যাকেজ

১০ । অতিমারি সামাল দিতে প্রতিষেধক তৈরি করেছি আমরা, আরও দু’টি প্রতিষেধক আসছে।কোভিড প্রতিষেধকের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা।


১১ ।  করোনা কালে ২৭ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক


১২ ।৮০ কোটি মানুষ নিখরচায় রেশন পেয়েছেন

.১৩ । সরকার বেসকারিকরণের কথা বলেছে

 পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রকল্প চালু করেছেন

৪০ কোটি কৃষক ও প্রবীণ টাকা পেয়েছেন

১৪। উজ্জ্বলা প্রকল্পের সুবিধা আরও ১ কোটি মানুষকে দেওয়া হবে

 ১৫।  রেলের জন্য ১.৭ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে

১৬। বড় বন্দরগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে যাতে কাজ সুষ্ঠ  হয়। সরকার গোটা বিষয়টি তদারকি করবে

১৭। রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে। গোমা থেকে ডানকুনি ও খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডোর তৈরি হবে

১৮। বাজেট পেশ করছেন নির্মলা সীতারন। তার মাঝেই সেনসেক্স ৯৬০ পয়েন্ট ওপরে উঠে গেল। এদিক সকাল থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল বাজেটে

১৯। এলআইসি-র আইপিও ২০২২ সাল থেকে শুরু হবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর

২০।  কৃষি সংষ্কারের কথা বাজেটে ঘোষণা করলেন নির্মলা সীতারমন। এছাড়াও পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

২১। আগামী জনসুমারী ডিজিটাল হতে চলেছে। ভারতে এই প্রথম ডিজিটাল সেনসাস হতে চলেছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

২২।লাদাখের লেহতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনা করা হবে

২৩। সারা দেশে ১৫ হাজার স্কুলকে আরও পরিকাঠামোগতভাবে উন্নত করা হবে

২৪।সারা দেশে ১৫ হাজার স্কুলকে আরও পরিকাঠামোগতভাবে উন্নত করা হবে

২৫। সারা দেশে ১৫ হাজার স্কুলকে আরও পরিকাঠামোগতভাবে উন্নত করা হবে। ১০০টি সৈনিক স্কুল তৈরি করা হবে

২৬।পেনশনভোগী ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য কোনও আয়কর জমা করতে হবে না

২৭। আর্থিক ঘাটতি জিডিপির ৯.৫ শতাংশ বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

২৮।তামিলনাড়ুতে সাড়ে ৩ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাব

২৯।৬৭৫ কিলোমিটার সড়ক তৈরির লক্ষ্য বাংলায় । কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার, পশ্চিমবঙ্গের রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ২৫ হাজার কোটি টাকা

৩০। ৩ বছরে ৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে

উন্নত পরিকাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ঋণের পরিকল্পন

৩১। ২০টি বড় শহরে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে । স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে খরচ আরও বাড়ানোর প্রস্তাব

৩২।উৎপাদন শিল্পের জন্য ১৩টি জায়গা চিহ্নিত করা হবে

৩৩। উন্নত মানের জামাকাপড় তৈরি করতে টেক্সটাইল পার্ক তৈরি করা হবে

৩৪। ১ লক্ষ ৪১ হাজার কোটি বরাদ্দ স্বচ্ছ ভারত অভিযানে ।পরিবেশ রক্ষায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ়

৩৫। নতুন ফ্ল্যাট কিনলে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত গৃহঋণের সুদে ১.৫ পর্যন্ত কর ছাড়

অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে বলেছেন ,  এই কঠিন পরিস্থিতিতেও রেলওয়ের মতো যাঁরা কাজ করে গিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ । অনেক রাজ্যই পর্যুদস্ত, অনেকের অর্থনৈতিক ক্ষতি হয়েছে । প্রিয়জনকে হারিয়েছেন অনেকে ।  বহু মানুষ বাড়িতে বসেছিলেন । তাঁদের জন্য চিন্তা করতে হয়েছে এই বাজেট তৈরি করার সময়। অভূতপূর্ব পরিস্থিতিতে এই বাজেট তৈরি হয়েছে।

বাজেটে তপশিলী জাতি, উপজাতির জন্য বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ অর্থমন্ত্রীর ঘোষণা, সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে আর ম্যানুয়াল পদ্ধতি নয়, প্রযুক্তি ব্যবহার করা হবে


বাজেট পেশের আগের মুহূর্ত কেমন ছিল চলুন দেখে নিইঃ











মন্তব্যসমূহ