একেবারে অন্য মমতা

 

উত্তরবঙ্গে মানুষের মন জয় করলেন মমতা , মাতলেন আদিবাসী নৃত্যে 


নিজস্ব সংবাদদাতা , ফালাকাটা  , ২ ফেব্রুয়ারিঃ  আজ একেবারে অন্য রূপে পাওয়া গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে । আদিবাসিদের সঙ্গে ভাগ করে নিলেন আনন্দ । গতকাল শিলিগুড়ি শহরে উত্তরবঙ্গ উৎসব এর শুভ উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তিনি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা তে রোড ময়দানে একটি গণ বিবাহ অনুষ্ঠানে যোগদান করেন।৪৫০ জোড়া নব দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এছাড়া এই দিন এই অনুষ্ঠান থেকে ৪৬০০জনকে চা সুন্দরী প্রকল্পের আমন্ত্রণপত্র দেওয়া হয়। মোট ৫০০  কোটি টাকা খরচ করা হয়েছে এই প্রকল্পে। এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের চা বাগান সম্পর্কে উদাসীনতার জন্য তীব্র নিন্দা করেন।   মুখ্যমন্ত্রী আদিবাসীদের সাথে তালে তাল মিলিয়ে নৃত্য করেন।

মন্তব্যসমূহ